নিজস্ব প্রতিবেদকঃ অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা সার্কেল প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ঋণ বিতরণ, তাৎক্ষনিক খেলাপী ঋণ আদায় ও ১০০ দিনের ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সহ নানা কর্মসূচি পালিত হয়।
১৯ নভেম্বর খুলনা নগরীর শ্রিম্প টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী মিট দ্যা কাস্টমার কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মোঃ নাসের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পর্যবেক্ষক এ.কে.এম. ফজলুর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস,এম, হাসান রেজা, অগ্রণী ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেলের জি এম মোঃ মনোয়ার হোসেন, অগ্রণী ব্যাংক ক্রেডিট ডিভিশনের জি এম ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের জি এম মোঃ আশেক এলাহী সহ অত্র সার্কেলের আওতাধীন সকল ডিজিএম, এজিএম, সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, বয়রা বাজার শাখা, খুলনার ব্যবস্থাপক মোঃ মেহেদি হাসান ।