নিজস্ব প্রতিবেদকঃ দুর-দুরন্ত থেকে আগত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহিতাদের সেবা বঞ্চনার অবসান হল। অবশেষে বদলী হলেন বহুল সমালোচিত খুলনার তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
গত ৮ মে তাকে নেত্রকোনায় বদলী করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়। তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন রূপসা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
আগামী ১৫ মে’র মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে ওই কর্মকর্তার অফিস ফাকিসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ফোরাম আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় সম্মিলিত সিদ্ধান্ত এবং নিয়মিত দপ্তরে উপস্থিত থেকে সরকারি বিধিমোতাবেক দায়িত্ব পালনে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনাও অমান্য করছেন ওই কর্মকর্তা। এতো কিছুর পরও নিয়মিত অফিস করেননি তিনি। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
গত ২৯ মার্চ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার পর থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অফিসে আসেননি । কার্যদিবসে সরকারি নিয়ম না মেনে অনিয়মিত অফিস করতেন। অভিযোগ রয়েছে- তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই অধিকাংশ সময় অফিসে অনুপস্থিত থাকতেন। তবে নিয়মিত অফিস না করলেও উপজেলার বেশিরভাগ স্কুল ও মাদরাসায় নিয়োগ সংক্রান্ত সময়ে অফিসে উপস্থিত থাকতেন। দিনের পর দিন নানা কাজে মাধ্যমিক শিক্ষা দপ্তরে গিয়ে প্রয়োজনে কাজকর্ম সারতে না পেরে ভোগান্তিত পড়তেন সংশ্লিষ্ট শিক্ষকরা। এ সকল বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায় নানা সমালোচনার মধ্যে তাকে অন্যত্র বদলি করা হয়েছে।