নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা। সামান্য সময়ে তাঁর সৃষ্টি বাঙালির কাছে তাঁকে অমর করেছে। অসাম্প্রদায়িক ও সাম্যের আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে কাজী নজরুলের নির্দেশিত পথে আমাদের এগিয়ে যেতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে নজরুল জয়ন্তী উপলক্ষে এক আলোচনাসভা ও বিদ্রোহী কবি’র অমর সৃষ্টি “মানুষ” কবিতা অবলম্বনে কীর্ত্তন পালা মঞ্চস্থ করা হয়।

রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বাপন কুমার গুহ’র সভাপতিত্বে এবং রূপান্তর থিয়েটারের অপারেশনাল কোঅর্ডিনেটর আখতারুন্নেছা নিশার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তৃতা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস, লেখক সুরঞ্জন রায়, তথ্য কর্মকর্তা মোঃ আঃ হালিম, রূপান্তর-এর সিনিয়র কর্মী কাজী মফিজ, খন্দকার জিলানী হোসেন, বিপুল শীল, টুকু বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ “মানুষ” কবিতা অবলম্বনে কীর্ত্তন পালা পরিবেশন করেন।