সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত কালিগঞ্জে স্মার্ট ভূমিসেবা পৌছে দিতে সক্ষম হয়েছি -সহকারী কমিশনার ডুমুরিয়ায় ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন। খুলনার ডুমুরিয়ায় মাসিক স্বাস্হ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট গাঁজাসহ গ্রেপ্তার-৪ কয়রায় ডাক্তার সুজিত কুমার কে সংবর্ধনা তেরখাদার সাবেক ছাত্রলীগ নেতা খাজা বাকিরের ভাইয়ের সুস্থতা কামনা ডুমুরিয়ায় বিনামূল্যে দিনব্যাপি চক্ষু ও ডায়বেটিস চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কয়রায় জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ 

আওয়ামী লীগ সরকা‌রের উন্নয়ন জনগ‌ণের সাম‌নে তু‌লে ধরতে হবে-এড. সু‌জিত অ‌ধিকারী

Reporter Name
  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৪ জন সংবাদটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এড. সু‌জিত অ‌ধিকারী ব‌লে‌ছেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী লীগ সরকা‌রের উন্নয়ন প্রত্যেক নেতা-কর্মী‌কে জনগ‌ণের সাম‌নে তু‌লে ধর‌তে হ‌বে। নেতা-কর্মীদের অন্তর্কোন্দল ভু‌লে কাঁধে কাঁধ মি‌লি‌য়ে একসা‌থে কাজ কর‌তে হ‌বে। তি‌নি ব‌লেন, কর্মীরা হ‌লো দ‌লের প্রাণ। কর্মী না থাক‌লে নেতার কোন মূল‌্য নেই। তাই কর্মী‌দের‌কে যথাযথ মূল‌্যায়ন কর‌তে হ‌বে।
তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও দক্ষ নেতৃ‌ত্বের কার‌ণে বিশ্বদরবা‌রে যখন তার ভূয়সী প্রশংসা হ‌চ্ছে, তখন আমা‌দের দে‌শের বিএন‌পি-জামায়াত জো‌টের ম‌ধ্যে অন্তর্দহন শুরু হ‌য়ে‌ছে।
তিনি ১৫ মে বি‌কেল চারটায় রূপসা ক‌লেজ মা‌ঠে অনু‌ষ্ঠিত রূপসা উপ‌জেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেল‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তি‌নি এসব কথা ব‌লেন।
অনুষ্টা‌নে প্রধান বক্তার বক্তৃতায় খুলনা – ৪ আস‌নের সংসদ সদস‌্য আব্দুস সালাম মূ‌র্শেদী ব‌লে‌ছেন, স্মার্ট‌ বাংলা‌দেশ গড়‌তে বর্তমান সরকা‌রের বিকল্প নেই। সারা বি‌শ্বে বাংলা‌দে‌শের নাম যখন উন্নত রা‌স্ট্রে প‌রিণত হ‌ওয়ার উপক্রম হ‌য়ে‌ছে ঠিক সেই মুহু‌র্তে বিএন‌পিজোট দে‌শের সুনাম নষ্ট করার জন‌্য বি‌দেশী‌দের কা‌ছে না‌লিশ কর‌ছে। তি‌নি ব‌লেন, বিএন‌পি এখন না‌লিশের রাজনী‌তি‌তে প‌রিনত হ‌য়ে‌ছে। তি‌নি সকল নেতা কর্মী‌কে ঐক‌্যবদ্ধভা‌বে বিএন‌পির বিরু‌দ্ধে দুর্বার আ‌ন্দোলন গ‌ড়ে তোলার আহবান জানান।
কর্মীসভায় সভাপ‌তিত্ব ক‌রেন নৈহাটী ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। নৈহাটী ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুলের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন মোল্লা, রূপসা উপজেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লী‌গের সদস‌্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, অমিয় অধিকারী, শাহিনা আক্তার লিপি, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।
এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, মোঃ মোতালেব হোসেন, মোল্লা আরিফুর রহমান, ইমদাদুল ইসলাম, অধ্যাপক শ্যামল কুমার দাস, এসএম হাবিব, আক্তার ফারুক, মোঃ রকিব উদ্দিন, সৈয়দ নাসির হোসেন সজল, সেলিম মোল্লা, সোহেল জুনায়েদ, রিনা পারভীন, আসাদুজ্জামান বাবু, মাহবুব উল আলম, আব্দুল গফ্ফার শেখ, ফরিদ শেখ, কৃষক লীগ নেতা আব্দুল মান্নান শেখ, আশাবুর রহমান, ইফতেখায়রুল আলম, আইয়ুব আলী ফকির, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, মোঃ নাজির শেখ, আব্দুস সালাম, রবিউল ইসলাম মিনা, মোঃ শাহজাহান শেখ, মোঃ মামুন শেখ, ওলিয়ার রহমান, মোজাফ্ফার শেখ, মোঃ মঈন উদ্দীন, ছিদ্দিক শেখ, মনিরুজ্জামান মনি, মোঃ রাজু, আলমগীর হোসেন শ্রাবন, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, মোঃ আবু তাহের, শিমুল শিকদার, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল, হুমায়ুন কবির, সাফিরুল ইসলাম হিমেল, নাজমুল হুদা অনজন, রিয়াজ শেখ, মোঃ রাসেল, আবির শেখ, আক্তারুজ্জামান লিমু, যুবলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, বাদশা মিয়া, সরদার জসিম উদ্দিন, সাঈদুর রহমান সগীর, তারেক আজিজ, আবু আহাদ হাফিজ বাবু, সফিকুর রহমান বাবু, ওয়ায়েসকুরুনী বাবু, শাহনেওয়াজ হোসেন মিলন, সোহেল রানা, সাকিব খান মিলন, আশিষ রায়, যুব মহিলা লীগ নেতা শারমিন সুলতানা রুনা, রোমেছা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়াউদ্দীন জিয়া, আজিজুল মোল্লা, জয়দেব সরকার, হুমায়ুন কবির রাজা, এসএম তারেক, মারুফ গোলদার, তুষার, আকরাম হাওলাদার, হাসিবুর রহমান, মারুফ গোলদার, মোঃ আরিফ, ফেরদাউস হাসান, আছাবুর রহমান, মনিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা আশরাফ আলী রাজ, আব্দুস সাত্তার, তারেক আহমেদ টিপু, আঃ জব্বার শেখ, নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, শিমুল শেখ, মোঃ মামুন নীরব, মোঃ আল মামুন শেখ, হাফিজুর রহমান, আঃ জলিল, ছিদ্দিক চৌধুরী, হারুন শেখ, আলেক হালদার, দিলিপ হালদার, মাছুম শেখ প্রমূখ।।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2057680
672
Visitors Today
142
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu