নিজস্ব প্রতিবেদকঃ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সমানে রেখে আজ ৮ মার্চ ২০২৩ খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে আটটায় রূপান্তর আয়োজিত সাইকেল র্যালি ও প্রচারাভিযান মহিলা বিষয়ক অধিদপ্তর-এর উপ-পরিচালক কার্য়ালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও জনপদ প্রদক্ষিণ শেষে নগরীর শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা এসময় নারী নির্যাতনের বিরুদ্ধে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
পরে রূপান্তর-এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করা হয়। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ফেস্টুনসহ সম্মিলিত বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জীবন যুদ্ধে সাহসী নারীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা মহানগর ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ আলমগীর কবির, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাউথ) সোনালী সেন।
অনুষ্ঠানে সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার সংস্থার প্রতিনিধিবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, জেলা নারী নির্যাতন কমিটির প্রতিনিধি, জেলা বাল্য বিবাহ কমিটির প্রতিনিধি, এনসিটিএফ ও জিএনবিসহ নারী নেত্রী, জনপ্রতিনিধি, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান, জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান, রূপান্তর থিয়েটারের অপারেশনাল সমন্বয়কারী আকতারুন্নেসা নিশা, লিগ্যাল এইড প্রকল্পের ব্যবস্থাপক অনুপ রায়, ফাইনান্স কোর্ডিনেটর মোঃ কামাল হোসেন, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার ফাতেমা সুলতানা ও ফারহানা ইসলাম।
রূপান্তর-এর পরিচালনায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত “বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প” এ কর্মসূচির আয়োজন করে।