আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই। এখন বর্ষাকাল ঝরছে অবিরাম বারিধারা, এখনই বৃক্ষরোপণের উৎকৃষ্ট সময়। অবহেলা না করে নিজের জন্য না হলেও আগামী প্রজন্মের কথা চিন্তা করে আসুন প্রত্যেকে একটি করে গাছ লাগাই।
এতে করে প্রকৃতি যেমন সবুজে শ্যামলে ফুলে ফলে ভরে উঠবে তেমন আমাদেরও চাহিদা পূরণ করবে। প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে আমরা সক্ষমতা অর্জন করতে সক্ষম হবো। প্রতি বছরই প্রাকৃতিক দূর্যোগ আমাদের জান-মালের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সেই ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। ভূমির ক্ষয় রোধ করতে পারি, ভূমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারি। এমনকি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের দারিদ্রতাকেও জয় করতে পারি।
ধরণীকে ভালবেসে কেউ ঠকেছে এমন কোনো উদাহরণ আজ অবধি সৃষ্টি হয়নি। বরং লাভবান হওয়ার অনেক দৃষ্টান্ত আমাদের জানা আছে। প্রকৃতির প্রেমে পড়েছেন বড় বড় মনিষীরা। যাদের স্বার্থহীন প্রেমে প্রকৃতি সেজেছে অপরুপা রুপে। বিলিয়েছে মানুষের মাঝে সৌন্দর্যের মহিমা। অনেকেই হয়তো বলবেন নিজের জমি নাই গাছ লাগাবো কোথায়? আমি বলবো ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার আশে পাশে সরকারি জমির অভাব নাই। অন্যের জমিতে গাছ লাগালেও ক্ষতি নাই। আপনি ইচ্ছা করলে সরকারি রাস্তার পাশে গাছ লাগাতে পারেন কেউ আপনাকে নিষেধ করবে না। প্রয়োজনে আপনি আপনার বাড়ির ছাদেও গাছ লাগাতে পারেন। আপনার নিজ হাতে গড়া একটি বাগান হতে পারে আপনার রুচি ও ব্যক্তিত্বের পরিচয়। এমনকি বিখ্যাত করে তুলতে পারে আপনাকে।
সোশ্যাল মিডিয়ায় আপনি ভাইরালও হতে পারেন। আপনার হাতের সৃষ্টি দেখে জগতের অনেকেই হতবাক হতে পারে। তাই আসুন কোনো কিছু চিন্তা নাকরে এই করোনাকালের অলস সময়ে একটি করে গাছ লাগিয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণ করি।