জি এম রিয়াজুল আকবরঃ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে খুলনার কয়রা সেতুতে বিকেল থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে ।
সরেজমিন গিয়ে দেখা যায় অনেকে প্রিয়জনকে নিয়ে ছবি তুলছেন, অনেকে বন্ধু বান্ধব মিলে ঘুরতে এসেছেন। আবার অনেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় ব্যস্ত । ব্রিজের দুইপাশে বসেছে অস্থায়ী খাবারের দোকান । ফুচকা, পাপড়, চট্টপট্টি, পান সুপারী, আইসক্রিম বিক্রি করছে কেউ কেউ।
কথা হয় আমাদী ইউনিয়নের হদুবুনিয়া গ্রামের ফুচকা বিক্রেতা শিমুল সানার সঙ্গে, তিনি বলেন, আমি এবছর নতুন এসেছি । বিক্রি ভালোই হচ্ছে । সবচেয়ে ভিড় দেখা যায় আইসক্রিমের দোকানে । আইসক্রিম বিক্রেতা নুনে সানা বলেন, আমি ৫ টাকা মূল্য আইসক্রিম বিক্রি করছি, অনেক গরম পড়ছে তো, লোক জন কিনে খাচ্ছে ।
এ ব্যাপারে স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মহিদুল ইসলাম বলেন, বহুদিন পরে ইদের ছুটিতে বাড়িতে এসেছি । এখানে এসে অনেক বন্ধুদের সাথে দেখা হলো, আড্ডা হলো, ভীষণ ভালো লাগছে। এছাড়া এখানে ঘুরতে আসা মোঃ আরিফুজ্জামান বলেন, আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছি, এখানে এসে আমার ভালো লাগছে। নদীর পাড়ের পরিবেশটাও অসাধারণ।