সোনালী ডেস্ক থেকে সফিকুল ইসলাম রাজাঃ সাগরে লঘুচাপ কেটে যাওয়ায় কোন সতর্ক সংকেত নেই। তবে সাগর এখনো উত্তাল রয়েছে।
পূর্ণিমার জোয়ারে গত কয়দিনে সাগরে বেশ পানি বেড়েছে এবং কুতুবদিয়া ও টেকনাফ শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে।
একইভাবে কক্সবাজার সৈকতের ঝাউবাগানের বিরাট অংশ জোয়ারের পানিতে সাগরে বিলীন হয়ে গেছে। সরেজমিনে আজ সকালে ইসামিয়া মহিলা কামিল মাদরাসা পয়েন্টে দেখা গেছে, বিদ্যুৎ লাইনের তারের উপরে ঝাউগাছ পড়ে বেশ ঝুঁকির সৃষ্টি করেছে।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে কোন সংকেত নেই তবে সাগর মাঝারি ধরণের উত্তাল রয়েছে।