জি এম রিয়াজুল আকবর|| কয়রায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ আগষ্ট বুধবার বিকেলে উপজেলার কালনা বাজারে রাইসা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় বেকারীতে নোংরা পরিবেশে খাবার উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, লাইসেন্স ছাড়া বেকারি পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক – উজ- জামান। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানা পুলিশের চৌকস টিম।