তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নবনির্মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনসহ ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সহ মোট ২০২৯ টি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
এর মধ্যে ৯ কোটি ৩১ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে কয়রা উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের মধ্যে আমাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ,শরিষামুট গাজি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, দক্ষিণ মদিনাবাদ মুসাফিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন, তালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভবন, ঠাকুরের চক প্রাথমিক বিদ্যালয় ভবন, ভান্ডারপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, চান্নিরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও দক্ষিণ হাতিয়ার ডাঙ্গা বিদ্যালয় ভবন।
গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানটি কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে উপভোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো: কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো: দারুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাকিম বিল্লাহ, কয়রা থানার ওসি তদন্ত মোঃ টিপু সুলতান উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম।
এ সময় কয়রা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।