নিজস্ব প্রতিবেদকঃ রূপসা নৌ পুলিশ ফাঁড়ি, খুলনা অঞ্চল কর্তৃক খুলনা জেলাধীন বটিয়াঘাটা থানার জলমা পুরাতন পাড়া সাকিনস্থ সমির রায়ের বাড়ীর দক্ষিণ পূর্ব কোনে কাজিবাছা নদীর পশ্চিম পাড় হতে অজ্ঞাতনামা মহিলা(৬৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
২৩ আগষ্ট দুপুর ১.৩০ মিনিটের সময় এস আই নজরুলের নের্তৃত্বে নৌ-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। পরে বটিয়াঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করছেন মর্মে সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য এর আগে গত ৫ জুলাই দুপুরে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের কচুবুনিয়া গ্রামস্থ রিয়া হ্যাচারীর উত্তর পাশে রূপসা নদীর পশ্চিমপাড়ে তেতুলতলা এলাকা থেকে মধ্যবয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে।
সূত্র মরফত খবর পেয়ে রূপসা নৌ-পুলিশের এস আই (নিরস্ত্র) মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে বিবস্ত্র অবস্থায় বিকৃত লাশটি উদ্ধার করেন। স্থানীয় ও আশপাশের গন্যমান্য ব্যাক্তিবর্গকে জিজ্ঞাসা করে লাশের পরিচয় জানতে পারেননি।
লাশটি উদ্ধার পূর্বক এসআই শাহিনুর রূপসা নৌ- পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডাইরী নথিভূক্ত করেন। যার নং-৮৮। তারিখ-০৫/০৭/২০২৩। পরে লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে একই তারিখে সংশ্লিষ্ঠ বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। যার নং-১৪/২৩।
উল্লেখ্য এর আগে গত ২৪ মে লবনচরা থানার মাথাভাঙ্গা এলাকা সংলগ্ন রূপসা নদী থেকে নৌ-পুলিশ এক মহিলার লাশ উদ্ধার করেছিল।