নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কনস্টেবল ও নায়েকদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ প্রশিক্ষণের ১১তম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে সপ্তাহ ব্যাপি কনস্টেবল ও নায়েকদের এ প্রশিক্ষণের শুভ উদ্বোধনী ঘোষণা করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।