নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (কেএমপি-ডিবি)মাদক বিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার কেএমপি সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি খুলনা থানা এলাকার মোঃ গফ্ফার হাওলাদার(৫৪) সোনাডাঙ্গা মডেল থানা এলাকাট মোঃ নাঈম খান(২২) ও মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী@ সাদ্দাম(২৭)এবং খালিশপুর থানা এলাকার মোঃ সালমান(২৩)কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক কারবারিদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রুজু করা হয়েছে।