জি এম রিয়াজুল আকবরঃ কয়রার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ মোঃ কামরুল ইসলাম বলেন টাকার অভাবে ঠিকমতো ঔষধ কিনে খেতে পারছি না। ২ বার ভারত থেকে ডাক্তার দেখায় এসেছি, প্রতিদিন ২০০ টাকার ঔষধ কিনে খেতে হয় হঠাৎ করে রোগ বাড়ে তখন নিজে নিজে চলাফেরা করতে পারি না। হাতে লাঠি নিয়ে চলাচল করি। জরুরি কাজে উপজেলাতে সহকর্মীদের হাত ধরে লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে যেতে হয়।
তিনি আরো বলেন, মেরুদন্ডের হাড় ফাঁকা হয়ে গেছে হাড়ের চর্বি, নাভী চর্বি, ব্লাড ডে অ্যালার্জি ও চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত ভুগিতেছি। দেশের চিকিৎসা হয়ে হয়ে সুস্থ হতে না পেরে ধার দেনা অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে ২ বার ভারত থেকে ডাক্তার দেখায় এসেছি প্রতিদিন ঔষধ খাওয়া লাগে হঠাৎ করে আগের মত আবার অসুস্থ হয়ে গেছি হাত মুখ ফুলে গেছে পায়ের তলায় রস জমেছে। চিকিৎসা হতে যেয়ে নিজের সম্বলটুকু শেষ হয়ে গেছে দুটি সন্তান আছে বড় মেয়েটাকে বিবাহ দিয়েছে। ২১ বছর বয়স ছেলেটার আমাদের অসুস্থতার জন্য তাকেও অন্যের বাড়িতে কাক ডাকা ভোরের আগে উঠে কাজে যেতে হয়। ছেলেটার আয়ের টাকা দিয়ে আমি এবং আমার স্ত্রী ঔষধ কিনি । আবারো চিকিৎসা হতে ভারতে যেতে হবে টাকার অভাবে বর্তমানে ঠিকমতো ঔষধ খেতে পারছি না চিকিৎসার জন্য ভারতে যাবো তবে টাকা জোগাড় হচ্ছে না।
তিনি আরো বলেন আমার স্ত্রীও দুরারোগ্য রোগে আক্রান্ত ২০১৬ সালে তাকে একটি অপারেশন করা হয়েছে ভারত থেকেও তাকে দুইবার ডাক্তার দেখায় নিয়ে আসা হয়েছে। সেও দুরারোগ্য রোগে আক্রান্ত প্রতিদিন তার জন্য ৩০০ টাকা সর্বনিম্ন ঔষধ কেনা লাগে না হলে সে চলাচল করতে পারে না ।
ছেলেটা অন্যের বাড়িতে কাজ করে স্বল্প আয়ের টাকা দিয়ে আমাদের ঔষধ কিনতে সাহায্য করে। অসুস্থ অবস্থায় ও লাঠি হাতে নিয়ে গ্রাম পুলিশে চাকরি করি।
তিনি আরো বলেন ২৭ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে গ্রাম পুলিশের চাকরি করছি।
এসব কথা বলেন ৩ নং মহেশপুরীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ কামরুল ইসলাম।
সরজমিনে গিয়ে দেখা গেছে, তিনি টিনের ছাউনি ও টিনের ঘরে বসবাস করছেন।
মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফেরদাউস ঢালী বলেন, তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত অসুস্থ। ভারত থেকে আগে ২ বার ডাক্তার দেখায় এসেছে। আবার যাবে তিনি টাকার অভাবে যেতে পারছে না বলে আমি শুনেছি।
গ্রাম পুলিশ মোঃ কামরুল ইসলাম। তিনি সকলের কাছে দোয়া ও আর্থিক সাহায্য দাবি জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : ০১৯১৮৬০৫৬৩২ ( নগদ ও বিকাশ পারসোনাল)