জি এম রিয়াজুল আকবরঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ কয়রা – পাইকগাছা আসনে মহাজোট সমর্থিত বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনিত প্রার্থী মির্জা গোলাম আজম কয়রার সকল আইনজীবী ও আইনজীবী সহকারীদের সাথে মতবিনিময় করছেন।
বুধবার বেলা ১:৩০ মিনিটে কয়রা আইনজীবী ইউনিট বারে কয়রার আইনজীবী ও আইনজীবী সহকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এড. এস এম মাহামুদ হাসান মন্টুর সঞ্চালনায় ও কয়রা ইউনিট বারের সভাপতি এড কমলেশ কুমার সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ (কয়রা -পাইকগাছা) আসনের এমপি পদপ্রার্থী মির্জা গোলাম আজম।
এসময় বক্তব্য রাখেন, এড. অম্বিকা চরন সানা, এড. মোঃ আকবর হোসেন, এড. আনিছুর রহমান, এড. জি এম সোহেল আহমেদ, এড জাহানারা জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এড. প্রবাস চন্দ্র সানাসহ সকল আইনজীবী ও আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।