এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুব্রত কুমার সরকার, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী ও উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল। আরও উপস্থিত ছিলেন অত্র ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো. ফারুক হোসেন, আঃ হামিদ, মোঃ সোহেল হুসাইন, স্থানীয় ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, কৃষক মোঃ আল আমিন, আঃ খালেক প্রমুখ।
কৃষক আঃ খালেক বলেন প্রথম বার তিনি ব্রি-৯৮ আউশ ধান চাষ করে ২ বিঘা জমিতে ৩২ মন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন। তার দেখাদেখি আগামীতে এই এলাকায় অনেক কৃষক আউশ ধান চাষ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই বিলে পনেরো বছর পরে আউশ ধান চাষে কৃষক সফলতা পেয়েছেন।
উল্লেখ্য কয়রা উপজেলায় এই বছর কৃষি অফিসের সহায়তায় অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭৩ বিঘা জমিতে আউশ ধানের চাষ করা হয়েছে এবং ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি যা এই এলাকার আউশ ধানের চাষের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।