কয়রা,(খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সাথে কয়রা উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান, এ্যাড কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান, জনাবা নাছিমা আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন কয়রা পল্লী বিদ্যুৎতের ডি জি এম মোঃ কয়সার রেজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসলামুল হক মিঠু, এম আবু খালেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোহসীন আলী বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ সামাদ গাজি, উওর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নূুরুল ইসলাম কোম্পানি প্রমুখ।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।