জি এম রিয়াজুল আকবরঃ কয়রায় প্রশিক্ষকদের মাঝে হাউসিং ল্যান্ড ও প্রোপ্রার্টি বিষয়ে তিন দিনব্যাপী প্যারালিগ্যাল / ল ক্যাডার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা পল্লী ভবন হল রুমে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ৩ দিন এন আর সির সহযোগিতায় ও উওরণ বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন, উওরণ ল্যান্ড রাইটস প্রজেক্ট প্রকল্প সময়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এড. মুহাঃ মনিরুদ্দীন, কয়রা জর্জ কোর্টের আইনজীবী এড. মোঃ আনিছুর রহমান ও প্রোগ্রাম ট্রেনিং অফিসার সিরাজুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি মবিলাইজার আছিয়া পারভীন ও মাজিদা খাতুন, প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে গুচ্ছ গ্রাম থেকে ১২ জন, উওর বেদকাশী ইউনিয়ন থেকে ৯ জন, দক্ষিণ বেদকাশী থেকে ৯ জন মোট ৩০ জন মহিলা অংশ গ্রহন করেন। পরবর্তীতে এদের মাধ্যমে মোট ৬০০ জন আইন বিষয়ে সচেতনতা লাভ করবে।