উপজেলা নির্বাহী অফিসার মােঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মােঃ রেজাউল করিমের সঞ্চলনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বিএম তারিকুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মােঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্যাহ আল মামুন লাভলু,।
উপস্থিত ছিলেন কপােতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রপ্ত) প্রধান শিক্ষক সুচিত্র মন্ডল, মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরােয়ার, কপােতাক্ষ কলেজের সহ কারী অধ্যাপক প্রদীপ সরকার, ক্রীড়া অনুরাগী সাংবাদিক মােস্তফা শফিকুল ইসমাল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান (মনু), মহারাজপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মােঃ ইউসুপ আলী, বাগালী ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সচিব ইকবাল হােসেন প্রমুখ।
খেলার মহারাজপুর ইউনিয়ন ৫ -০ গােলে জয়লাভ করে। খেলায় প্রধান পরিচালক ছিলেন শিক্ষক মিহির কান্তি মন্ডল, সহকারী পরিচালক ছিলেন আসাদুল ইসলাম ও শিক্ষক আব্দুর রাজ্জাক । ধারা বিবরনীতে ছিলেন ইমদাদুল হক টিটু, শিক্ষক মেজবাউদ্দিন, নুরুল আমিন নাহিন ও আল আমিন ফরহাদ।