কয়রা, (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বেলা ১ : ৩০ মিনিটে আমাদী ইউনিয়নের নাকশায় মেসার্স মীম ও জীম ষ্টোর এর মালিক মোঃ ইয়াছিন আলীর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, একই দোকানে মুদী ও কীটনাশক মালা মাল বিক্রি ও বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ, একই দোকানে পেট্রল ও ডিজেল বিএি করার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১,৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক – উজ – জামান। এসময় উপস্থিত ছিলেন কয়রা থানা পুলিশের চৌকস টিম।