কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা পাইকগাছার সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. শেখ মোঃ নুরুল হকের জৈষ্ট পুত্র খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুর ১২ টা কয়রাস্থ তার নিজস্ব বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি কয়রা- পাইকগাছা-খুলনা-৬ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। তার পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য তিনি এই আসনে থেকেই সংসদ সদস্য প্রার্থী হতে চান।
কয়রা-পাইকগাছার আওয়ামী লীগ সহ তৃনমুল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কাজ করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনে মানুষের কল্যাণেকাজ করেছি আগামীতেও কাজ করতে চায়। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকা- উপস্থাপন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়নমুলক কাজের লিফলেট তুলে দেন সাংবাদিকদের হাতে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, পাইকগাছা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আফছার উদ্দিন, আরশাদ আলী, পাইকগাছার স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহফুজুল হক, ছাত্রলীগ নেতা মিনহাজ আলম সাগর, ইয়াছিন আরাফাত,এমপি প্রার্থীর পুত্র শেখ আজহারুল ইসলাম সম্রাট। এ সময় কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।