কয়রা,খুলনা প্রতিনিধিঃ যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ ( টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ২ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রা, খুলনার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম,শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুৃশার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা, নাসিমা আলম,যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক এস এস বদিউজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান
এসময় কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ৪০ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।