শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাপা নেতা মোস্তফার মতবিনিময়  

Reporter Name
  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৭১ জন সংবাদটি পড়েছেন
খুলনা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

রবিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ ছদর উদ্দীন এর সভাপতিত্বে  মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ  এখনো হুসেইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসেন। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির  কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে  খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন  অত্র এলাকার দলীয় নেতাকর্মী  ও সাধারণ মানুষের  পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জাপার এ নেতা ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি গাজী আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সহ-সভাপতি শেখ আইজ উদ্দিন, মোঃ রফিক সিরাজ, সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক মন্জুরুল ইসলাম লাভলু,  সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক  কৃষ্ণ রায়, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, জাপানেতা ওসমান গনী, কয়রা সদর ইউনিয়ন সভাপতি  কামরুল ইসলাম ঢালী, বেদকাশী ইউনিয়ন সভাপতি তাজমিনুর রহমান, মহারাজপুর ইউনিয়ন সভাপতি রুহুল আমিন বিশ্বাস, মহেশ্বরীপুর ইউনিয়ন সভাপতি অহিদুর রহমান, আমাদী ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ সরদার, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পাইকগাছা উপজেলা যুবসংহতির সাবেক সম্পাদক গাজী আব্দুর রহিম, পৌর যুবসংহতির  আহবায়ক আবু সাঈদ শেখ, যুবনেতা দেবাশীষ সানা, ছাত্রনেতা খায়রুল ইসলাম, কয়রা উপজেলা ওলামা পার্টির সভাপতি মোঃ আব্দুর রহিম ও সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। এসময় কয়রা প্রেসক্লাবের সদস‌্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2495061
208
Visitors Today
187
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu