রবিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ ছদর উদ্দীন এর সভাপতিত্বে মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ এখনো হুসেইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসেন। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন অত্র এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জাপার এ নেতা ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি গাজী আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সহ-সভাপতি শেখ আইজ উদ্দিন, মোঃ রফিক সিরাজ, সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক মন্জুরুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, জাপানেতা ওসমান গনী, কয়রা সদর ইউনিয়ন সভাপতি কামরুল ইসলাম ঢালী, বেদকাশী ইউনিয়ন সভাপতি তাজমিনুর রহমান, মহারাজপুর ইউনিয়ন সভাপতি রুহুল আমিন বিশ্বাস, মহেশ্বরীপুর ইউনিয়ন সভাপতি অহিদুর রহমান, আমাদী ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ সরদার, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পাইকগাছা উপজেলা যুবসংহতির সাবেক সম্পাদক গাজী আব্দুর রহিম, পৌর যুবসংহতির আহবায়ক আবু সাঈদ শেখ, যুবনেতা দেবাশীষ সানা, ছাত্রনেতা খায়রুল ইসলাম, কয়রা উপজেলা ওলামা পার্টির সভাপতি মোঃ আব্দুর রহিম ও সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। এসময় কয়রা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।