নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের ১ ব্যাচের শিক্ষার্থী মো. রাশেদ আলীর পরিবারকে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ ২৪ মে (বুধবার) বেলা ১১টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াতের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সমাজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তারা বিভিন্ন সময়ে আর্থিক অনুদান দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক ও মানবিক কাজে অবদান রাখে। ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে দেওয়া এ অনুদান তাদের মানবিকতার প্রমাণ করে। অ্যালামনাইরা যে একে অপরের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে পারে এটা তার একটি উৎকৃষ্ট উদাহরণ। উপাচার্য প্রয়াত রাশেদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই, শিক্ষার্থীবৃন্দ এবং প্রয়াত রাশেদ আলীর স্ত্রী ও দুই কন্যা উপস্থিত ছিলেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১ ব্যাচের শিক্ষার্থী মো. রাশেদ আলী গত ৩০ মার্চ পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হন।