সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত কালিগঞ্জে স্মার্ট ভূমিসেবা পৌছে দিতে সক্ষম হয়েছি -সহকারী কমিশনার ডুমুরিয়ায় ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন। খুলনার ডুমুরিয়ায় মাসিক স্বাস্হ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট গাঁজাসহ গ্রেপ্তার-৪ কয়রায় ডাক্তার সুজিত কুমার কে সংবর্ধনা তেরখাদার সাবেক ছাত্রলীগ নেতা খাজা বাকিরের ভাইয়ের সুস্থতা কামনা ডুমুরিয়ায় বিনামূল্যে দিনব্যাপি চক্ষু ও ডায়বেটিস চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কয়রায় জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ 

খুলনার আড়ংঘাটার বিবেক দাস মাছ ধরার সরঞ্জাম তৈরী ও বিক্রি করে স্বাবলম্বি

Reporter Name
  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৭ জন সংবাদটি পড়েছেন

 

নিজস্ব প্রতিবেদকঃ বিবেক দাস খুলনার ডুমুরিয়া উপজেলা সংলগ্ন দৌলতপুর-আড়ংঘাটা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ ধরা উপকরণ তৈরির কারিগর ও বিক্রেতা।

বিগত কয়েক বছর আগে বিবেক দাস খুবই ক্ষুদ্র পরিসরে মাছ ধরার উপকরণ বিক্রয় করতেন। অনেক সময় স্থানীয় মানুষ তার কাছ থেকে মাছ ধরার উপকরণ না কিনে অন্যত্র থেকে ক্রয় করতো। এলকায় তার পরিচিতি কম ছিল। পূর্ব পুরুষের পেশা হিসেবে বাঁশ ও বেতের তৈরী বিভিন্ন সরঞ্জাম তৈরী তাদের পেশা। তার পিতাও একই কাজ জানতেন।

তিনি অনেক সময় তৈরি কৃত মাছ ধরা উপকরণ সমূহ দূরের বাজারে গিয়ে বিক্রি করতেন। তার দোকান ঘর ছোট ছিল, যার ফলে বেশি মালামাল ধরত না। তার আর্থিক সঙ্কট ছিল, তাই দোকান বড় করার ইচ্ছা থাকলেও তিনি তা করতে পারছিল না।

বিবেক দাস ২০২২ সালের প্রথম দিকে নবলোক পরিষদ এর সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) এর সাথে সংযুক্ত হন, যার আর্থিক সহয়তায়দানকারী প্রতিষ্ঠান হল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
বর্তমানে খ্যাপলা জাল, চারো , গুনি, পোলো ,আটন,ঝাঁজরি ইত্যাদি মাছ ধরা উপকরণ বিক্রয় করে বছরে তিনি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন বাঁশের তৈরি কৃষি উপকরণ তৈরি ও বিক্রি করেন। যার মাধ্যমে তার ব্যবসা সম্প্রসারণ হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে তার তৈরি কৃত মালামাল স্থানীয় বাজার ও খুলনায় বিক্রি হচ্ছে। ভবিষ্যৎতে তিনি তার দোকান বড় করাতে চান ও কিছু বেতের কাজ করাতে চান।

বিবেক দাস বলেন, মাছ ধরার যন্ত্র সহ বাশ ও বেতের তৈরি জিনিস এর সারা বছর কম বেশি চাহিদা থাকে, সব মিলিয়ে যা লাভ হয় তা দিয়ে আমাদের জীবন চলে যায়। বিবেক দাসের মত এলাকার প্রফুল্ল দাস, জয় মন্ডল, শিমুল সরদার,কবিতা মন্ডলসহ আরো অনেকে এ পেশায় সম্পৃক্ত হয়ে জীবীকা নির্বাহ করছেন।

এ বিষয়ে নবলোক এর মৎস্য কর্মকর্তা শুভ্রদেব বিশ্বাস বলেন,বিবেক দাস কে নবলোক পরিষদের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি সহায়তা হিসেবে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম তৈরির উপকরণ
যেমন- বিভিন্ন ধরনের সুতা,সুই, বাশ,দড়ি, চাকু ইত্যাদি সহায়তা হিসেবে পান।

এছাড়া প্রাথমিকভাবে তার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২৫ হাজার টাকা ঋণ দেয়া হয়। তাকে অনুসরণ করে স্থানীয় পর্যায়ে আরো অনেকে মাছধরা উপকরণ তৈরি ও বিপণনের কাজ এর সাথে সম্পৃক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2057775
767
Visitors Today
147
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu