সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত কালিগঞ্জে স্মার্ট ভূমিসেবা পৌছে দিতে সক্ষম হয়েছি -সহকারী কমিশনার ডুমুরিয়ায় ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন। খুলনার ডুমুরিয়ায় মাসিক স্বাস্হ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট গাঁজাসহ গ্রেপ্তার-৪ কয়রায় ডাক্তার সুজিত কুমার কে সংবর্ধনা তেরখাদার সাবেক ছাত্রলীগ নেতা খাজা বাকিরের ভাইয়ের সুস্থতা কামনা ডুমুরিয়ায় বিনামূল্যে দিনব্যাপি চক্ষু ও ডায়বেটিস চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কয়রায় জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ 

খুলনার ডুমুরিয়ায় আন্ত:জেলা অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেপ্তার: লুন্ঠিত মালামাল উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯০ জন সংবাদটি পড়েছেন

 

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে বাড়ির সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার,মোটর সাইকেল মোবাইল ফোন  লুটের ঘটনায় আন্ত:জেলা অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম এ তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ জানানো হয়,গত ডিসেম্বর মাসে ডুমুরিয়া সদরের জাকির হোসেন এবং খর্ণিয়া এলাকার আব্দুল গনি শেখের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে চেতনা নশক ওষুধ মিশিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার,মোটর সাইকেল,মোবাইল ফোনসহ অন্যান মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় থানায় দু’টি পৃথক মামলা রুজু হয়।

জেলা পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রীয় আট সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃকরা হলো সাতক্ষীরা জেলার সদর থানার ধূলহর গ্রামের মোঃ আলমগীর হোসেন ( ৩৫ ),ওই জেলার পাটকেল ঘাটা এলাকার চৌগাছা গ্রামের শেখ পলাশ আহম্মেদ ( ৪৫ ),ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রামের শেখ আরিফুল ইসলাম ( ৩৪ ),যশোর জেলার ঝিকরগাছা থানার মধুখালী গ্রামের  মোঃ রমজান আলী মনা ( ৫১ ),সাতক্ষীরা জেলার তালা থানার রাধারআটি গ্রামের মোঃ সুমন মিস্ত্রী ( ৩০ ),ওই থানার জেটুয়া গ্রামের মোঃ জিয়াউর আকুঞ্জি ওরফে জিয়া ( ৪০ ), যশোর জেলার বেনাপোল থানার কামেড়া গ্রামের মোঃ শরিফুল ইসলাম ( ৪৬ ) এবং বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মোঃ বাবুল হোসেন ( ৩৩ ) কে বিভিন্ন এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

আসামীদের প্রাথমিক এবং পুলিশ হেফাজতে ( রিমান্ড ) নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় লুন্ঠিত একজোড়া স্বর্ণের রুলি (বালা) ,চারটি স্বর্ণের আংটি , একজোড়া রৌপ্যের পায়ের নুপুর , একজোড়া রৌপ্যের চুড়ি , একটি স্বর্ণের চুড়ি ও একটি স্বর্ণের চেইন ‘ সহ সর্বমোট ৩ ভরি ১আনা ওজনের স্বর্ণালংকার ও প্রায় ৩ ভরি রৌপ্যের অলংকার , ১ টি বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল  উদ্ধার করা হয় ।

এছাড়া মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নং পাঞ্চ করার সরঞ্জাম এবং চুরির ঘটনায় যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত আসামীদের ৭টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

উল্লেখ্য যে , চেতনানাশক ঔষধ প্রয়োগকারী চক্রের সদস্যরা বিভিন্ন জেলায় এধরনের অপরাধ সংঘটন করেছে মর্মে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানানো হয়। প্রেস ব্রিফিং কালে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া(বিপিএম)অফিসার ইনচার্জ (তদন্ত)মুক্ত রায় চৌধুরীসহ থানার অন্যান্ন পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2057504
496
Visitors Today
137
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu