ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় নিরাপদ উদ্যানতাত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও রোগ বালাই ব্যবস্হাপনা এবং জৈব সার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্হাপনা শীর্ষক দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের উপপরিচালক তৌহিদীন ভূঁইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরাফাত জামিল।
কৃষক প্রশিক্ষণে কৃষকদের বিভিন্ন সজবি ও ফল চাষ এবং সার ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে শেখানো হয়।