প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী অঞ্জনা সরকার ও তার ৩ মাসের শিশুকণ্যা,সন্যাসী কুমার বিশ্বাস (৪২) ও তার স্ত্রী আর্ণা বিশ্বাস (৩২) তাদের ছেলে শোভন বিশ্বাস(৭) একটি ভ্যানগাড়ী যোগে ডুমুরিয়া থেকে মিকশিমিল অভিমূখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল ভ্যান গাড়ীটির মূখোমূখি ধাক্কা দিলে ভ্যান গাড়ীতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।
এতে গৃহবধু অঞ্জনা সরকার ঘটনাস্হলে নিহত হলেও তার কোলে থাকা শিশু কন্যাটি রক্ষা পায়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম আহত সবাইকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্যে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।