নিজস্ব প্রতিবেদকঃখুলনার রূপসায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (৫ নভেম্বর) আনুমানিক সন্ধ্যায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
এসময় দুষ্কৃতিকারীরা এসে বাসে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে র্যাব-৬, রূপসা থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ও ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য গত ৫ দিন আগে রূপসা অচিনতলা মাদ্রাসা সংলগ্ন বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা মঈন চৌধুরীর গাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।