নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ২৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ৪ বোতল ফেন্সিডিলসহ ৮জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার রাসেল শেখ(২৮)খুলনা থানা এলাকার শফিকুল ইসলাম সেন্টু(৩২) ও ইমরান হোসেন@পরাগ(৪),আড়ংঘাটা থানা এলাকার মোঃ সাইদুল ইসলাম আকাশ(২২)ও মোঃ রাসেল(২৭)দৌলতপুর থানা এলাকার মোঃ আঃ রহমান(৪৫)ও মোঃ মোস্তফা ফরাজী(৫০) এবং সাতক্ষীরা জেলার তালা থানা এলাকার নুরজাহান খাতুন(২৬)কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক কারবারিদের কাছ থেকে ২৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ০৪ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রুজু করা হয়েছে।