শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫৭ জন সংবাদটি পড়েছেন

 

খুলনা প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ডেঙ্গু একটি জীবনঘাতী রোগ। এডিস মশার মাধ্যমে এরোগ বিস্তার লাভ করে। বর্তমানে ডেঙ্গু রোগ শহর ছাড়িয়ে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এই রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগটি প্রতিরোধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার গুরুত্ব রয়েছে। তাই শুধু সরকারকে দোষারোপ না করে সবাইকে তার নাগরিক দায়িত্ব পালন করা উচিত। ঐক্যবদ্ধ হয়ে এ রোগের বিরুদ্ধে একটু সচেতন হলেই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। এ জন্যে আজ হতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সাধারণ সম্পদাক মল্লিক আবিদ হোসেন কবীর, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এডিস মশার বংশবিস্তার পদ্ধতি ও ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2495113
260
Visitors Today
161
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu