নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় অন্তর্ভুক্তিমূলক মসৃণ এবং টেকসই এলডিসি স্নাতক বিষয়ে বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাবসা-বান্ধব পরিবেশ তৈরিতে স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডারদের পরামর্শ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব(ইআরডি) শরীফা খান।
এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী,কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর),মোছাঃ তাসলিমা খাতুনএবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।