খুলনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে ‘মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে নগরীর বয়রাস্হ আদ্-দিন আকিজ মেডিকেল কলেজে হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যদেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর খুলনার পরিচালক ডাঃ । জনাব শেখ মুনীর উল গিয়াস, অফিসার ইনচার্জ, খালিশপুর থানা, খুলনা।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম, উপদেষ্টা, বাতিঘর, খুলনা।
সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান, অধ্যক্ষ, আদ্-দীন আকিজ মেডিকেল কলেজ,খুলনা।
এছাড়া সমাজে বিভিন্ন সেক্টরে অবদান রাখায় ক্রেস্ট ও উত্তোরিয়ো প্রদান করে সংবর্ধনা দেওয়া হয় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবল তারকা শেখ মোঃ আসলাম, শিল্পপতি আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, হ্যামকো গ্রুপ ও ড. শাহ আলম, রেজিস্ট্রার, নর্দান ইউনিভার্সিটি।