শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত জবি’র উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে খুবি উপাচার্যের অভিনন্দন সবার মাঝে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকা দরকার- মোংলায় সিটি মেয়র খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মনোনয়ন জমা খুলনা-৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান খুলন-৬ আসনে(কয়রা-পাইকগাছা) ১৩ দফা অ‌ঙ্গিকার নি‌য়ে নির্বাচনী মা‌ঠে নেওয়াজ মোর‌শেদ ডুমুরিয়ার থুকড়া ইয়ং বয়েজ ক্লাব কে ডা.দীন মোহাম্মদ খোকার জার্সি প্রদান চন্ডিপুরে দুর্যোগ ঝুকি হ্রাস অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

Reporter Name
  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৮২ জন সংবাদটি পড়েছেন

 

খুলনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (সোমবার) বিকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা হচ্ছে সুস্থ দেহ ও মনের একটি অন্যতম নিয়ামক। শরীর চর্চার মাধ্যমে আমাদের মনের উৎকর্ষ বাড়ে। তাই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কার্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার প্রতি যত্মবান। তাঁর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহেরুন্নেছা জুই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা বিনতে আজিজ, জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা ও বরিশাল বিভাগের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন খুলনা জেলা এবং রানারআপ সাতক্ষীরা জেলা দল। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন মাগুরা জেলা এবং রানারআপ খুলনা সিটি দল।

অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন : ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ

বর্তমান ভিজিটর

Total Visitors
2494966
113
Visitors Today
193
Live visitors
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি রাইট বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Hwowlljksf788wf-Iu