গোলাম মোস্তফাঃ খুলনা বিভাগের ইউনিয়ন পরিষদ সচিবদের বিভাগীয় প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর যশোরের বিডি হলে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ হুসাইন শওকত, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের আলী, বাপসা যশোর জেলা শাখার সাবেক সভাপতি জি এম মহসিন রেজা, প্রধান বক্তা বাপসা কেন্দ্রিয় সভাপতি রেজাউল করিম তুহিন, বাপসা কেন্দ্রিয় সাধারন সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এ ছাড়াও বক্তৃতা করেন খুলনা বিভাগের সকল জেলা সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সন্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান। সভায় ইউপি সচিবদের পদমর্যদা বৃদ্ধি, সরকারী অন্যান্য কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের নিকট দাবি করা হয়।মাননীয় প্রধান অতিথি দাবীর প্রতি একত্বতা প্রকাশ করেন।