জি এম রিয়াজুল আকবরঃ “রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া ব্লাড ব্যাংক এর উদ্যোগে এবং জাপান মেডিকেল সেন্টারের সহযোগিতায় গতকাল ৪ই এপ্রিল ৫৫নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে জাপান মেডিকেল সেন্টারের খুলনা শাখার নির্বাহী পরিচালক ও মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ ডাঃ আবিদুর রহমান (এমবিবিএস, পিএইচডি “জাপান) এবং মেডিসিন ও সার্জারী বিষয়ে অভিজ্ঞ ডাঃ জিহাদুল ইসলাম (এমবিবিএস, জেনারেল প্রাকটিশনার) ও মহিলা ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ নুসরাত জাহান
(এমবিবিএস, পিজিটি) সহ ৪ জন মেডিকেল এসিস্ট্যান্ট চিকিৎসা সেবা প্রদান করেন।
জানাযায়, ক্যাম্পেইটি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়৷ এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত অসহায়, গরীব, দুঃস্থ সহ নানান শ্রেনী পেশার প্রায় দুইশত অসুস্থ মানুষ সম্পুর্ণ বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মানবিক ও সমাজিক সংগঠনের দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জাপানিজ প্রতিনিধি সুহেই নোগুচি, গজালিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উপদেষ্টা এম.এম মতিয়ার রহমান, জি.এম আকরামুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কমল জিয়া, গ্রাম্য ডাক্তার রফিকুল ইসলাম, বাসারাত কালাম, এস.এম আব্দুল কাদের, গজালিয়া সঃপ্রঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, গজালিয়া ব্লাড ব্যাংকের অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক মাষ্টার মোঃ কায়্যুম, সহ-দপ্তর সম্পাদক মোঃ জুলফিকার আলী, সঞ্চালক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (অক্সিজেন ব্যাংক, খুলনা অঞ্চল) এস.এম হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) আবুজার হোসেন মুন্না। এছাড়া সক্রিয় সদস্য আলফাতারা কাজল, মাসুদুর রহমান, শাহরিয়ার সুমন, শামীম রেজা, রাব্বি, ডি.এম আব্দুল্লাহ সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।