সফিকুল ইসলাম রাজাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বন্যার পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৪ মে বুধবার সকাল ১১ঘটিকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম ও ফিল্ড কর্মকর্তা মোঃ মনির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত এই প্রশিক্ষণে বন্যার পানি এলাকায় আসলে কিভাবে বন্যা কবলিত এলাকার মানুষ ও গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি কম হবে, যেমন–বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে এলাকায় বিশুদ্ধ পানি,শুকনা খাবার, জরুরী ঔষধ সরবরাহ ও চিকিৎসা সেবা প্রদান করা নিয়ে আলোচনা করা হয় ৷
শেষে যারা প্রশিক্ষণরত ছিলেন তাদেরকে দুপুরের খাবারের প্যাকেট ও কিছু অনারিয়ামের ব্যবস্থা করা হয় ৷