কয়রা,(খুলনা) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মোকাবেলায় কয়রা উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় কয়রা এলাকায় দিনব্যাপী দমকা হওয়াসহ বৃষ্টি হয়েছে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে।
এদিকে বৃষ্টি ও দমকা হওয়ার কারণে শীতকালীন কৃষি ও পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। গভীর সমুদ্রে যাওয়ার মাছ ধরার ট্রলার গুলো উপকূলে অবস্থান করছে।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন জানান, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা সকল কমিটির অংশগ্রহণে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১৬ টি সাইক্লোন সেল্টার খুলে দেয়া হয়েছে। স্বস্ব প্রতিষ্ঠান প্রধান কে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা পরিষদে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ১২ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা সদরে পাঁচটি ও ৭ ফাউন্ডেশন ও সিপিপি মাইকিং এর মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবেলায় জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। উপকূলীয় এলাকার পাউবোর বেড়ি বাঁধগুলির অবস্থা ভালো আছে