খান মোঃ আল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের মায়ারখালী চিত্রা নদীতে গ্রাম বংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মায়ারখালী যুব সংঘ কর্তৃক আয়োজনে গতকাল বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দুথপাড়ে শত শত নারী-পুরুষসহ নানা বয়সের দর্শনার্থী ভীড় করে।
এতে ১২টি নৌকা অংশগ্রহন করে। নদীতে নৌকা বাইচ দেখতে আসা অসংখ্য দর্মনার্থী ট্রলার ও নৌকায় নদী ভ্রমনের মধ্য দিয়ে নৌকা বাইচ উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মূলঘর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
এতে সভাপতিত্ব করেন মায়ারখালী যুব সংঘের সভাপতি নিহার রঞ্জন বাগচী।