কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার ৩২ নং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্ব এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আজহারুল ইসলাম সানা, বিদ্যুৎসাহী জামির হোসেন, সহকারি শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, মনিরা খাতুন, গুলশানারা খাতুন প্রমূখ।
২০২৩ সালে ওই বিদ্যালয় থেকে ১০ জন ছাত্র ও ৯ জন ছাত্রী বিদায় নিয়েছেন। অনুষ্ঠানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।