ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ এবং ইঁদুর নির্মূল অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইনসাদ ইবনে আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, আরিফুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপসহকারি কৃষি কর্মকর্তাসহ কৃষকবৃন্দ উপস্হিত ছিলেন।