ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভার হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা অ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল,মোস্তফা কামাল খোকন,মোকলেচুর রহমান বাবলু ও শোভা রাণী হালদার। আরো বক্তব্যদেন আ’লীগ নেতা এম,এম সুলতান আহম্মেদ,ইউপি চেয়ারম্যা মোঃ তৌহিদুজ্জামান,সুরঞ্জিত বৈদ্যে,অধ্যাপক জি,এম ফারুক হোসেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,প্রভাষক গোবিন্দ ঘোষ, ,খান আবুল বাসার প্রমূখ।সভার আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।