ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে দিনব্যাপি খুলনার ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মেডিকেল ক্যাম্পইন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বি।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ সেলিমুজ্জান, বাগেরহাট জেলা কমান্ডার মোঃ মাজাহারুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ উজ্জ্বল সরকার, ডাঃ মিঠুন চক্রবর্তী সহ ৫ সদস্য মেডিকেল টিম।
মেডিকেল ক্যাম্পেইনে ডুমুরিয়া উপজেলায় কর্মরত ৫’শ আনসার ও ভিডিপি সদস্যদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।