ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ার শোভনায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে চাষাবাদের নিমিত্তে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে মেশিন দিয়ে বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী খুলনার উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন,কৃষি দপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক(শস্য) কৃষিবিদ মো: মোচ্ছাদেক হোসেন,অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) এস,এম মিজান মাহামুদ।
আরো উপস্হিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন ও আরাফাত জামিল, এমপি’র এপিএস সমীর দে গোরা,ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য প্রমূখ।
এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, সমলয়ে ধান চাষের জন্য শোভনা ইউনিয়নের ৭৭ জন কৃষককে এর আওতায় আনা হয়।
এ পদ্ধতিতে তাদের ৫০ একর জমিতে সরকারি খরচে বীজতলা থেকে শুরু করে ধান কেটে বাড়ি পৌছানো পর্যন্ত কৃষকের পাশে থেকে সহযোগীতা করা হচ্ছে। এলাকার কৃষকরা যাতে কম খরচে ফসল উৎপাদন করে বেশি লাভবান হতে পারে তার জন্যে এই পদ্ধতিতে চাষাবাদ করে সাধারণ কৃষকদের উদ্ধুদ্ব করতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে বলেও তিনি জানান।