ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন কৃষি জমি ও পরিবেশ রক্ষা পরিষদ গঠিত হয়েছে।
আজ বুধবার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কমিটির প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের কাছে কমিটির তালিকা হস্তান্তর করেছেন।
কমিটিতে অধ্যাপক আশীষ কুমার মন্ডল কে আহ্বায়ক,সুকৃতি মন্ডল,দীলিপ মন্ডল ও শেখ শাহীন কে যুগ্ম আহ্বায়ক এবং মঞ্জুরুল ইসলাম মোড়ল কে সদস্য সচিবসহ ৩৪ জন সাধারণ সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া কমিটিতে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি কে প্রধান উপদেষ্টাসহ এলাকার আরো ৩০ জন সুধী সমাজের নেতৃবৃন্দকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে।
কৃষি জমি ও পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে ও উদ্দেশ্যে সম্পর্কে বলা হয়েছে, দ্রুত ক্ষয়িষ্ণু কৃষি জমি রক্ষা করা,কৃষি জমি ধ্বংসের মূল কারণগুলি উদ্ঘাটন এবং সমাধান কল্পে কাজ করা,নদী,খাল,নালা বিলগুলোকে রক্ষা করাসহ বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে তা সংগঠনের মাধ্যমে/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরসন করার প্রচেষ্টা নেয়াই সংগঠনের উদ্দেশ্যে বলে জানানো হয়েছে।