ডুমুরিয়া প্রতিনিধিঃ পারিবারিক কলহের জের ধরে খুলনার ডুমুরিয়ায় গলায় ফাঁস দিয়ে জয়া দাস নামে এক অন্ত:স্বত্তা গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে থানার উত্তর চিংড়া গ্রামে।
থানা পুলিশ ও নিহত গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে,উপজেলার উত্তর চিংড়া গ্রামের সেলুন কারিগর প্রহ্লাদ দাস’র সাথে গত ৭ মাস আগে যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রামের ভূপেল দাসের মেয়ে জয়া দাস(২০) এর বিয়ে হয়। জয়া তিন মাসের অন্ত:স্বত্তা ছিলো। বিয়ের আগে জয়া’র অন্য একটি ছেলের সাথে প্রেমজ সম্পর্ক ছিলো। কিন্ত পরিবারের অমতে ওই ছেলের সাথে বিয়ে না দিয়ে তাকে প্রহ্লাদ দাসের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে এ নিয়ে পারিবারিক কলহ-অশান্তি চলতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় জয়া নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মুক্ত রায় চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। লাশ উদ্ধার করে সুরোত হাল রিপোর্ট তৈরীসহ ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুুতি চলছে।