উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।
আরো উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদের ও সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।