ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.সাইফুল ইসলামের সাথে ডুমুরিয়া সদর ও ভান্ডারপাড়া ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া সদরের শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ নেতা সরদার আব্দুল গণি।
সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড,এস,এম তারিক মাহামুদ তারা,জেলা পিপি মোঃ এনামুল হক, মহানগর পিপি কেএম ইকবাল হোসেন, স্পেশাল পিপি মোঃ সাজ্জাদ হোসেন,জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশু, এ্যাড. মাসুম বিল্লাহ, এ্যাড,শেখ আ:জলিল, এ্যাড,রথীন্দ্র নাথ মন্ডল, এ্যাড মেহেদী হাসান,এ্যাড,আ: কুদ্দুস,এ্যাড,অশোক গোলদার,উপজেলা আ’লীগ নেতা কাজী আলমগীর, অধ্যাপক এস,এম হুমায়ুন কবির,অধ্যাপক সিরাজুল ইসলাম,ইউনিয়ন আ’লীগ নেতা আদিত্য মন্ডল,রাম প্রসাদ জোদ্দার, হালদার মাসুদ রানা নান্টু,সরদার শাহীন প্রমূখ।
এর আগে বিকেলে ভান্ডারপাড়া ইউনিয়ের উলা মাদ্রাসা প্রাঙ্গনে উলা ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি রুহুল সানার সভাপতিত্বে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নসহ আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।