ডুমুরিয়া প্রতিনিধিঃ অবৈধ ভাবে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জায়গার মেহগনি,শিরিষসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ স্হানীয় এক প্রভাবশালী ঠিকাদার কর্তৃক কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলা পরিষদের মালিকানাধীন ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে অবস্হিত ডাক বাংলোর ভিতরে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় অনেক গাছ লাগানো রয়েছে। ওই গাছগুলির মধ্যে থেকে স্হানীয় প্রভাবশালী ব্যক্তি ফরহাদ হোসেন (বাবু) এর নেতৃত্বে কাঠ ব্যবসায়ী চাকুন্দিয়া গ্রামের মোয়াজ্জেম শেখসহ তার আরো কয়েক জন সহযোগী শ্রমিক নিযুক্ত করে গত শুক্রবার সকাল থেকে অবৈধভাবে মূল্যবান মেহগনি, শিরিসসহ শতাধিক মূল্যবান বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ কেটে আজ শনিবার গাছগুলো অন্যত্র সরিয়ে নিয়েছে। যার আনুমিক মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা।
অভিযোগের বিষয় জানতে চাইলে ফরহাদ হোসেন বাবু’র গাছ কেটে নেয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘ডাক বাংলার জায়গায় একটি দ্বিতল ভবন নির্মাণ করতে যাচ্ছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।যার নিচের তলায় থাকবে মার্কেট। উপরে তলায় ডাক বাংলো।আমি মার্কেট নির্মানের জন্যে ঠিকাদারীর দায়ীত্ব পেয়েছি। ভবন নির্মাণ করতে যে কারণে কিছু গাছ কাটতে হচ্ছে।
বিষয়টি জেলা পরিষদের চেয়াম্যান সাহেবের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারেন’। এই বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম. মাহমুদুর রহমান বলেন, চুকনগর ডাক বাংলোর জমিতে মার্কেট নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন।আমার জানা মতে এখনও কোন টেন্ডার বা কাউকে দায়ীত্ব দেয়া হয়নি। তা ছাড়া লিখিত ভাবে ছাড়া এসব বিষয়ে কাউকে দায়ীত্ব দেয়া তো ঠিক না। তবে গাছ কাটার বিষয়টি আমি শুনেছি।
এ বিষয়ে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি জেলা পরিষদের ৫/৭ টি গাছ কর্তন করা হয়েছে। বিষয়টি শোনার পর আজ(শনিবার) দুপুরে গাছ কাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।