নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলা ডিবি পুলিশ ডুমুরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভেজাল সার প্রস্তুত করিয়া বিভিন্ন ব্রান্ডের প্যাকেটজাত ভেজাল সার, ভেজাল সার প্রস্তুতের বিভিন্ন উপকরণ ও প্যাকেট জোড়া লাগানো প্যাকেজিং ম্যাশিনসহ ১ জনকে গ্রেফতার করেছে।
৩ জানুয়ারী বিকালে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, এসআই(নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য ও অন্যান্য উদ্ধারে এক অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ভেজাল সার প্রস্তুত ও বিক্রয়ের কথা জানতে পেরে ডুমুরিয়া থানাধীন টিপনা গ্রামস্থ মোঃ সুলতান গাজী এর বাড়ীতে উপস্থিত হয়ে টিপনা গাজী পাড়ার মৃত: নওয়াব আলী গাজীর পুত্র মোঃ সুলতান গাজী (৪২)কে গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক আসামীর দেখানো মতে নিরেট ৫৫ ইসি, ১০০ মিলি ০৫ বোতল, টপ বোরন বোরন সার ৫০০ গ্রামের ০৫ প্যাকেট, সান বোরোন ৫০০ গ্রামের ১২ প্যাকেট, তারা জিংক ১৭ গ্রামের ৫০ প্যাকেট, সান চিলি ১৭ গ্রামের ৩৫ প্যাকেট, নাবীলভিট ৮০ ডব্লিজি, ০১ কেজির ০৫ প্যাকেট, ঈঅঘঞঙঘ ঝটচঊজ ঋওঘঊ ঈঙজঘ ঋখঙটজ ০২ প্যাকেট, একটি সাদা পলিথিনে জিপ সার, একটি সাদা পলিথিনে জিপ সার, একটি সাদা বস্তায় ক্যালসিয়াম সার ২০ কেজি, একটি প্লষ্টিকের বোতলে সাদা রঙের গুড়া আঠা, ,০১টি প্লাষ্টিকের বোতলে সাদা পাউডার, ০১টি প্লাষ্টিকের বোতলে সবুজ রং, ০১টি প্লাষ্টিকের বোতলে কমলা রং, প্যাকেট জোড়া লাগানো মেশিন ০১টি, ০২টি সাদা রঙের ছোট প্লাষ্টিকের ড্রাম, ০১টি নীল রঙের মুখ কাটা ছোট প্লাষ্টিকের ড্রাম, ০১টি ছোট নীল রঙের প্লাষ্টিকের ড্রাম, যাহার ভিতরে ২৮ কেজি তরল পদার্থ, নাবীলভিট ০১ কেজির প্লাষ্টিকের খালি প্যাকেট ৭৫০ পিচ, সান বোরোন ৫০০ গ্রামের প্লাষ্টিকের খালি প্যাকেট ৩০০ পিচ, হাই বোরোন ১০০ গ্রামের প্লাষ্টিকের খালি প্যাকেট ২০০ পিচ, তারা জিংক ১৭ গ্রামের প্লাষ্টিকের খালি প্যাকেট ৪০০ পিচ উদ্ধার করে।
এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে উক্ত ভেজাল সার উদ্ধার সংক্রান্ত ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা করেনন যার নং- ০৫, তারিখ- ০৩/০১/২০২২।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান গাজী (৪২) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ক্ষতিকর দ্রব্যের সংমিশ্রন ঘটিয়ে স্থানীয়ভাবে তাহার বসত বাড়ীতে ভেজাল সার উৎপাদন পূর্বক অবৈধভাবে বিভিন্ন কোম্পানির প্যাকেটে বাজারজাত করে আসছিল। এই সার ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে আসছিল।